Site icon আজকের কাগজ

বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনে ১০ শতাংশ কর ছাড়ের নতুন প্রণোদনা

চীন

চীনের অর্থ, রাজস্ব ও বাণিজ্য কর্তৃপক্ষ সোমবার একটি নতুন কর প্রণোদনার ঘোষণা দিয়েছে, যার আওতায় বিদেশি বিনিয়োগকারীরা চীনা কোম্পানি থেকে প্রাপ্ত লভ্যাংশ পুনঃবিনিয়োগ করলে ১০ শতাংশ কর ছাড় পাবেন।
এই কর ছাড় ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে এবং অব্যবহৃত কর ছাড় পরবর্তী বছরগুলোতে বহন করা যাবে। বিদ্যমান করচুক্তির আওতায় কম কর হারে সুবিধাও প্রযোজ্য হবে। তবে বিনিয়োগপ্রাপ্ত কোম্পানির খাতকে বিদেশি বিনিয়োগের জন্য উৎসাহিত শিল্প তালিকায় থাকতে হবে।
এই নীতির আওতায় বিনিয়োগকারীরা লভ্যাংশ দিয়ে স্থানীয় কোম্পানিতে মূলধন বৃদ্ধি, নতুন কোম্পানি স্থাপন বা অন্য প্রতিষ্ঠান থেকে শেয়ার অধিগ্রহণে বিনিয়োগ করতে পারবেন।

সূত্র: সিএমজি বাংলা

Exit mobile version