চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মঙ্গলবার সকালে কেন্দ্রীয় অর্থনীতি ও অর্থ কমিটির ষষ্ঠ সভায় সভাপতিত্ব করেন। সভায় জাতীয় একীভূত বড় বাজার নির্মাণে গভীরতা অর্জন এবং সামুদ্রিক অর্থনীতির উচ্চমানের উন্নয়নসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্যে সি চিন পিং জোর দিয়ে বলেন, জাতীয় একীভূত বাজার নির্মাণ নতুন উন্নয়ন কাঠামো গঠন ও উচ্চমানের উন্নয়নের জন্য অপরিহার্য। তিনি পার্টি কেন্দ্রীয় কমিটির নির্দেশনা বাস্তবায়ন, সমন্বয় জোরদার এবং যৌথ প্রচেষ্টা গঠনের উপর গুরুত্বারোপ করেন।
সভায় জোর দেওয়া হয়, জাতীয় একীভূত বাজার নির্মাণের জন্য মূল সমস্যাগুলো সমাধানে নজর দিতে হবে।
সভায় সামুদ্রিক অর্থনীতির উচ্চমানের উন্নয়নের জন্য উদ্ভাবন দ্বারা চালিত উন্নয়ন, দক্ষ সমন্বয়, শিল্প আধুনিকীকরণ, মানব-সমুদ্র সম্প্রীতি এবং সহযোগিতার মাধ্যমে যৌথ উন্নয়নের উপর জোর দেওয়া হয়।এছাড়াওবৈশ্বিকসামুদ্রিকশাসনেগভীরভাবেঅংশগ্রহণ, বৈশ্বিকসামুদ্রিকবৈজ্ঞানিকসমীক্ষা, দুর্যোগমোকাবেলাওনীলঅর্থনীতিতেসহযোগিতাজোরদারেরউপরজোরদেওয়াহয়।