Site icon আজকের কাগজ

১০ কোটি ছাড়ালো চীনের কমিউনিস্ট পার্টির সদস্য সংখ্যা

চীনের কমিউনিস্ট পার্টি

চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) সদস্য সংখ্যা ২০২৪ সালে ১০ কোটি ২৭ লক্ষে পৌঁছেছে। ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর আগে সিপিসির কেন্দ্রীয় কমিটির সংগঠন বিভাগ কর্তৃক প্রকাশিত এক পরিসংখ্যান প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।।

২০২৩ সালের তুলনায় এই সংখ্যা ১.১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। প্রতিবেদন অনুসারে, ২০২৪ সালের শেষে সিপিসির প্রাথমিক স্তরের সংগঠনের সংখ্যা ছিল ৫ কোটি ২৫ লক্ষ, যা আগের বছরের তুলনায় ৭৪ হাজার বেশি।

সিপিসির সদস্য সংখ্যার এই বিশাল বৃদ্ধি দলটির রাজনৈতিক প্রভাব এবং সমাজে এর গভীর একীভূতকরণকে প্রতিফলিত করে।

এই পরিসংখ্যান পার্টির ক্রমাগত সম্প্রসারণ, কাঠামোগত উন্নতি এবং প্রাথমিক স্তরের সংগঠনগুলির শক্তিশালী হওয়ার বিষয়টি তুলে ধরে।

সূত্র: সিএমজি

Exit mobile version