Site icon আজকের কাগজ

গাছের চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

চারা বিতরণ কর্মসূচি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় পারিবারিক পুষ্টির জোগান, দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ সৃষ্টি এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে বিশেষ একটি কর্মসূচি হাতে নিয়েছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, নান্দাইল এরিয়া প্রোগ্রাম।

এই কর্মসূচির আওতায় নান্দাইল পৌরসভা এবং নান্দাইল, আচারগাঁও, চন্ডিপাশা ও শেরপুর ইউনিয়নের মোট ৪৪টি গ্রামের ৩৬০০ দরিদ্র ও অতি দরিদ্র পরিবারের মধ্যে পাঁচ জাতের ফল ও ভেষজ গাছের চারা (আম, লিচু, লেবু, নিম ও সজিনা) বিতরণ করা হয়। মোট ১৮,০০০টি চারা বিতরণ করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ৭,৩০,৮০০ টাকা।

এর মধ্যে আচারগাঁও ইউনিয়নের ৭২২ জন হতদরিদ্র রেজিস্টার্ড শিশুর পরিবারকে ৩৬১০টি চারা প্রদান করা হয়, যা পরিবারগুলোর ভবিষ্যৎ পুষ্টি ও অর্থনৈতিক নিরাপত্তায় ভূমিকা রাখবে।

৩০ জুন ২০২৫, সোমবার, আচারগাঁও ইউনিয়নে আয়োজিত চারা বিতরণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন জুলিয়ানা হীরা, প্রোগ্রাম অফিসার, ওয়ার্ল্ড ভিশন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৯নং আচারগাঁও ইউনিয়নের সচিব মোঃ শাহজাহান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

সাংবাদিক ফরিদ মিয়া,আচারগাঁও যুব ফোরামের সভাপতি সারোয়ার আলম,গ্রাম উন্নয়ন কমিটির প্রতিনিধি আরিফ মিয়া।

বক্তারা বলেন, এই উদ্যোগ পরিবারগুলোর পুষ্টি চাহিদা পূরণে যেমন সহায়ক হবে, তেমনি দীর্ঘমেয়াদে তাদের নিজস্ব আয়ের উৎস বাড়াতে সহায়তা করবে। এছাড়াও, এই বৃক্ষরোপণ কর্মসূচি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Exit mobile version