Site icon আজকের কাগজ

ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস উপলক্ষে শ্রদ্ধা, প্রতিবাদ ও অধিকার প্রতিষ্ঠার আহবান

সাঁওতাল বিদ্রোহ দিবস

মাসুদুর রহমান, দিনাজপুর : আজ ৩০ জুন সোমবার ঐতিহাসিক সাঁওতাল দিবস উপলক্ষে অধিকার     আদায়ের লহ্মে প্রতিবাদ, শ্রদ্ধা, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।আজকের এই দিনে  বির্টিশ বিদ্রোহী আন্দোলনে ২৫ হাজার সাওতাল নারী -পুরুষ  শহীদ হন।

শিহ্মা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাংস্কৃতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এই জনগোষ্ঠী। সংবিধানে আদিবাসীদের নাম পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি,  যা জাতিগত অস্তিত্বের প্রতি রাষ্ট্রীয় অবঙ্গার পরিচয় বহন করে। দিবসটি উপলক্ষে দিনাজপুর লোকভবনে এক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে তারেক কবিরাজের সভাপতিত্বে ও আদিবাসী সমিতির সাধারণ সম্পাদক স্বপন এক্কার পরিচালনা বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি কমরেড বদরুল আলম, সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান, সম্মিলিত শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক নাহিদুল হাসান নয়।ন, রাজশাহী জেলার সভাপতি হাসিনুর রহমান, দিনাজপুর জেলার কৃষক সভাপতি নেতা মো: রশিদুল ইসলাম জুয়েল, দিনাজপুর জেলার কৃষাণী নেত্রী সাবিহা খাতুন, রওশন আরা বেগম, শুকলা কুন্ডু ও অন্যান্য আরও অনেকে।

সভাশেষে একটি র‍্যালি বের হয় এটি শহরের গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে।

Exit mobile version