জোলাখা আক্তার জিনিয়া সদস্য, ইডেন মহিলা কলেজ ডিবেটিং ক্লাব : গত ২৮ জুন ২০২৫, শনিবার, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনুষ্ঠিত হয় এই চমকপ্রদ আয়োজন। প্রতিযোগিতার বিষয় ছিল—
“তরুণ ভোটাররাই আগামী জাতীয় নির্বাচনে ক্ষমতার পালাবদলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
বিতর্কে সরকারি দল হিসেবে অংশ নেয় ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজ, এবং বিরোধী দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ইস্টার্ন ইউনিভার্সিটি।
বিচারকের রায়ে ইডেন মহিলা কলেজ বিজয়ী হলেও, প্রতিযোগিতার প্রতিটি ধাপেই ইস্টার্ন ইউনিভার্সিটি দুর্দান্ত যুক্তি, বক্তৃতা ও উপস্থিতি উপস্থাপন করেছে, যা প্রশংসার দাবিদার।
প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি জনাব মাহমুদুর রহমান মান্না।
সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
বক্তৃতায় তারা বলেন, “দেশের গণতন্ত্র টেকসই করতে হলে তরুণদের ভোটের প্রতি সচেতনতা ও অংশগ্রহণ বাড়াতে হবে। এই ধরনের বিতর্ক তরুণদের মত প্রকাশ ও চিন্তার স্বাধীনতাকে শাণিত করে।”
প্রধান অতিথি মাহমুদুর রহমান মান্না তাঁর বক্তব্যে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন,
“২০২৪ সালের জুলাইয়ে যে গণঅভ্যুত্থান বাংলাদেশ প্রত্যক্ষ করেছে, সেখানে তরুণরাই ছিল মূল চালিকাশক্তি। তারা কেবল সামাজিক যোগাযোগমাধ্যমে নয়, রাজপথেও ছিল সরব, সুসংগঠিত এবং দায়িত্বশীল।”
তিনি আরও বলেন,
“তরুণদের এই জাগরণ আমাদের আশাবাদী করে তোলে—যদি তারা সচেতনভাবে ভোট প্রয়োগ করে, তাহলে সুশাসন, জবাবদিহি ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও শক্তিশালী হবে।”
তিনি অতীতের নানা উদাহরণ টেনে আরও বলেন,
“কোটা সংস্কার কিংবা নিরাপদ সড়ক আন্দোলন—সবকিছুর কেন্দ্রেই ছিল তরুণদের স্বপ্ন, সাহস আর নেতৃত্ব। নির্বাচনী মাঠেও তারা যদি একইভাবে ভূমিকা রাখে, তবে দেশে ইতিবাচক পরিবর্তন আসবেই।”
সরকারি দল (ইডেন মহিলা কলেজ):
মাননীয় প্রধানমন্ত্রী ও সংসদ নেতা – মাসনুন নাবিলাহ আলম
বিরোধী দলীয় নেতা – সৈয়দা সাবিত ইবনে মাহমুদ
মন্ত্রী – সাদিয়া রিয়া
বিরোধী উপনেতা – মো. সামছুর রহমান সৈকত
সরকারি দলীয় সংসদ সদস্য – প্রত্যাশী নূর
বিরোধী সংসদ সদস্য – কানিজ ফাতেমা রিতু
এই প্রতিযোগিতা প্রমাণ করে দিয়েছে যে, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কেবল একাডেমিক পারফরম্যান্সেই নয়, রাষ্ট্রবিষয়ক চিন্তা, বিতর্ক ও মতপ্রকাশেও সমান দক্ষ।
ইডেন মহিলা কলেজের ছাত্রীরা যুক্তির তীব্রতা ও কথার সংযম দিয়ে দর্শকদের মুগ্ধ করেছে।
তরুণদের অংশগ্রহণ ব্যতীত গণতন্ত্র কখনোই পূর্ণাঙ্গ হতে পারে না। ডিবেট ফর ডেমোক্রেসির এই উদ্যোগ শুধু একটি বিতর্ক প্রতিযোগিতা নয়, বরং একটি সময়োপযোগী উদ্যোগ, যা তরুণদের নেতৃত্বের জন্য প্রস্তুত করছে।
এই আয়োজন যেন আরও বিস্তৃত হয়, দেশের প্রান্তিক শিক্ষার্থীরাও যাতে এমন প্ল্যাটফর্মে যুক্ত হতে পারে—এটাই আমাদের প্রত্যাশা।