Site icon আজকের কাগজ

পাইকগাছায় পুলিশের অভিযানে আটক ৬

অভিযানে আটক

পাইকগাছা: পাইকগাছা থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬ জন কে গ্রেফতার করেছে। শনিবার  থানা পুলিশের চৌকস দল পৃথক অভিযান চালিয়ে ৩ অনলাইন জুয়াড়ি এবং সাজা সহ পরোয়ানা ভূক্ত ৩  মোট ৬ জনকে আসামি গ্রেফতার করে। অনলাইন জুয়ার আসামীরা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার অ্যাপস ব্যবহার করে জুয়া খেলে আসতেছে বলে স্বীকার করে। আসামীদের পাইকগাছা থানার মামলা নম্বর ১০(৪)২৫ খ্রিষ্টাব্দ মূলে হাউলী গ্রামের মোহাম্মদ জাহিদুল ইকবাল জয়(২৬), রেজাকপুর গ্রামের রফিকুল ইসলাম সাগর (২৮) এবং রামচন্দ্রনগর নাবা’র গ্রামের মোহাম্মদ ইকবাল হোসেন (৩২), পরোয়ানা ভূক্ত আসামিদের মধ্যে ফতেপুর গ্রামের মোহাম্মদ শারাফাত সানা, স্মরণখালী’র শফিকুল সরদার (৪৭) এবং কাটাবুনিয়া’র মো. মফিজুল গাজী কে গ্রেফতার করা হয়। রবিবার আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছেন বলে জানিয়েছেন নবাগত থানার অফিসার ইনচার্জ রিয়াদ মাহমুদ।

Exit mobile version