Site icon আজকের কাগজ

ইরানে ঢুকেছিল ইসরাইলি ড্রোন, তদন্ত চাইল তেহরান

ইসরাইলি ড্রোন

ইসরাইল-ইরান চলমান যুদ্ধের মধ্যে আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করে ইরানে প্রবেশ করেছিল ইসরাইলি ড্রোন— এমন অভিযোগ তুলেছে ইরানের গোয়েন্দা সংস্থা। বিষয়টি প্রকাশ্যে আসার পর ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান টেলিফোনে আজারি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে কথা বলেন এবং ঘটনার গুরুত্ব তুলে ধরে তদন্তের আহ্বান জানান।

ইরানি প্রেসিডেন্ট বলেন, “আজারবাইজান থেকে সত্যিই ইসরাইলি ড্রোন ইরানি ভূখণ্ডে প্রবেশ করেছিল কি না, তা অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা দরকার।” তিনি আজারবাইজান সরকারকে এ বিষয়ে জবাব দেওয়ার আহ্বান জানান।

আর্মেনিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মেহদি সোবহানি জানান, “আমরা গোয়েন্দা সূত্রে জানতে পেরেছি, যুদ্ধ চলাকালে স্বল্পসংখ্যক ড্রোন আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোর আকাশসীমা ব্যবহার করে ইরানি অঞ্চলে প্রবেশ করেছে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান টেলিফোনে আলিয়েভকে এ বিষয়ে যথাযথ তদন্তের আহ্বান জানিয়েছেন। আমরা এখন সেই তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করছি।”

এদিকে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা ইসনা জানিয়েছে, ইরানি গোয়েন্দারা তথ্য দিয়ে জানিয়েছেন, চলমান যুদ্ধের সময় দখলদার ইসরাইল আজারবাইজানের আকাশসীমা ব্যবহার করেছে।

এ ঘটনায় তেহরান ও বাকুর মধ্যে নতুন করে কূটনৈতিক উত্তেজনার সম্ভাবনা তৈরি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।

Exit mobile version