Site icon আজকের কাগজ

ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেবে না যুক্তরাষ্ট্র: হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ঘোষণা দিয়েছেন, তাঁর প্রশাসন কোনোভাবেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। ইসরায়েল ও ইরানের মধ্যে সদ্যসমাপ্ত ১২ দিনের সংঘাত এবং যুক্তরাষ্ট্রের সরাসরি সামরিক হস্তক্ষেপের পর এই মন্তব্য করেছেন ট্রাম্প। এই হামলায় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এখনো এসব হামলার প্রভাব নিয়ে প্রশ্ন রয়ে গেছে।

রোববার (২২ জুন) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের সানডে মার্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো অনুষ্ঠানে ট্রাম্প বলেন, ইসরায়েল হামলা চালানোর আগেই ইরান “মাত্র কয়েক সপ্তাহের মধ্যে” পারমাণবিক অস্ত্র তৈরি করতে চলেছিল।

তিনি জানান, ১৩ জুন ইসরায়েলের হামলার নয় দিন পর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি শীর্ষ পারমাণবিক স্থাপনায়—ফোরদো, নাতানজ এবং ইসফাহানে—বিমান হামলা চালায়।

তবে মার্কিন গোয়েন্দা সংস্থা এবং জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে—এমন কোনো প্রমাণ নেই। বরং ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বেসামরিক ও শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে।

ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বিমান হামলায় এসব পারমাণবিক স্থাপনাগুলো “সম্পূর্ণ ধ্বংস” হয়েছে। তবে হামলার পর একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম গোয়েন্দা সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের এসব পারমাণবিক স্থাপনার উল্লেখযোগ্য ক্ষতি হয়নি।

IAEA সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, ফোরদো প্লান্টে কী ধরনের ক্ষতি হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এই ফোরদো প্লান্টেই ইরানের সবচেয়ে বেশি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে, যা পারমাণবিক অস্ত্র তৈরির জন্য গুরুত্বপূর্ণ।

IAEA প্রধান রাফায়েল গ্রোসি রোববার বলেন, ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে পারবে। তবে ট্রাম্পের বক্তব্য, যুক্তরাষ্ট্রের হামলা ইরানের পারমাণবিক কর্মসূচিকে “দশকের পর দশক পিছিয়ে দিয়েছে।”

IAEA–এর গত মাসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের কাছে বর্তমানে ৪০০ কেজির বেশি ইউরেনিয়াম রয়েছে, যার সমৃদ্ধতার মাত্রা ৬০ শতাংশ পর্যন্ত। এটি অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি। আরও সমৃদ্ধ করা হলে এই ইউরেনিয়ামের পরিমাণ প্রায় ৯টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট হতে পারে।

Exit mobile version