Site icon আজকের কাগজ

পাইকগাছায় উপজেলা বিএনপির আহ্বায়কের শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা পরিদর্শন

রথযাত্রা পরিদর্শন

পাইকগাছা: পাইকগাছায় উপজেলার বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব পরিদর্শন করেছেন উপজেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও  খুলনা ৬ সংসদীয় আসন (পাইকগাছা কয়রা) বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ। বৃহস্পতিবার দিনব্যাপী দুপুরে হরিঢালী ইউনিয়নের ব্রাহ্মণপাড়া জগন্নাথ মন্দির, রাড়ুলী ইউনিয়ন বাঁকা পালপাড়া মন্দির ও কাটিপাড়া নাথপাড়া পুজা মন্দির, বিকালে চাঁদখালী ইউনিয়ন ফুলতলা দেবদুয়ার মালো পাড়া মন্দির সহ অন্যান্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব এর উদ্বোধন করেছেন। সফরসঙ্গী হিসেবে বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, আবুল হোসেন, শেখ এমামুল ইসলাম, নাজির আহমেদ, আসাদুজ্জামান ময়না, হাবিবুল ইসলাম হাবিব, হুরায়রা বাদশা, মীর শাবান আলী, শহিদুল ইসলাম, মুন্সীর আলী গাজী, শেখ আবুল খায়ের, কামাল হোসেন, আবু হানিফ মিলন, শেখ জিয়া, আসাদুজ্জামান মামুন, শেখ এবাদুল হক, আবু সামাদ , আসাদুজ্জামান কেরামত, রবিউল ইসলাম, মোস্তফা গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। ডা: মো: আব্দুল মজিদ রথযাত্রা স্থানে পৌঁছালে উল্লুধ্বনি দিয়ে ভক্তবৃন্দরা  বরণ করে নেন। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার হিন্দু সম্প্রদায়কে শুধুমাত্র তাদের ভোটব্যাংক হিসাবে ব্যবহার করছে কিন্তু তাদের জন্য কোন কাজ করেনি। ১৪, ১৮ এবং ২৪ সালের নিবার্চনেও ভোটাধিকার থেকে  তাদেরকে বঞ্চিত করেছে। তিনি দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হলে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা সহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

Exit mobile version