পূর্ণ চন্দ্র মণ্ডল, পাইকগাছা : পাইকগাছায় প্রথম দিনে সুষ্ঠু ও শান্তি পূর্ণ পরিবেশে এইচএসসি, আলিম ও এইচএসসি ( বিএম) পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৮ টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম দিন মোট ২ হাজার ৩০৫ জন পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ২৪৫ এবং অনুপস্থিত ছিল ৬০ জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠু ও শান্তি পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম। সাথে ছিলেন, নবগত ওসি রিয়াদ মাহমুদ। পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ২১৪ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২১১ ও অনুপস্থিত ৩, ফসিয়ার রহমান মহিলা কলেজ কেন্দ্রে ২১১ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২০৬ ও অনুপস্থিত ৫, কপিলমুনি কলেজ কেন্দ্রে ২৭৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৬৫ ও অনুপস্থিত ৮, রাড়ুলী আর কে বি কে কলেজিয়েট ইনস্টিটিউট কেন্দ্রে ৫০৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৯৭ ও অনুপস্থিত ৬, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ৫৮৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৫৬২ ও অনুপস্থিত ২৩, হরিঢালী কপিলমুনি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২৮৫ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৮৪ ও অনুপস্থিত ১, পাইকগাছা আলীম মাদরাসা কেন্দ্রে ১৫৯ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪৭ ও অনুপস্থিত ১২। এছাড়া বিএমএ’তে পাইকগাছা সরকারি কলেজ কেন্দ্রে ৪৩ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৩, শহীদ আয়ুব ও মুসা মেমোরিয়াল ডিগ্রি কলেজ কেন্দ্রে ১৬ পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ১৪ ও অনুপস্থিত ২ শিক্ষার্থী। এদিকে, পাইকগাছা সরকারি টেকনিক্যাল কলেজ কেন্দ্রে ১৬ পরীক্ষার্থীর মধ্যে ১৬ জনই উপস্থিত ছিল বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
পাইকগাছায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৬০ পরীক্ষার্থী
