Site icon আজকের কাগজ

গভীর সমুদ্রে পরীক্ষা শুরু করলো চীনের ডুবোজাহাজ চিয়াওলং

চীনের মানববাহী গভীর সমুদ্র ডুবোজাহাজ চিয়াওলংকে আরও বিকশিত করার হয়েছে এবং এটি গভীর সমুদ্রে পরীক্ষা শুরু করেছে। সম্প্রতি দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জানিয়েছে এই তথ্য।

পৌরাণিক সামুদ্রিক ড্রাগনের নামানুসারে এই ডুবোজাহাজটির নাম রাখা হয় চিয়াওলং। এটি সমুদ্রের ৭ হাজার মিটারেরও বেশি গভীরতায় যেতে সক্ষম। ২০০৯ সালের আগস্টে প্রথম মিশনের পর থেকে এটি ৩০০টিরও বেশি ডাইভ এবং প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরে জল অনুসন্ধান করেছে।

গত বছরের নভেম্বরে শুরু হয় একে আরও বিকশিত করার কাজ। এই আপগ্রেডেশনের লক্ষ্য ছিল এর সক্ষমতা বাড়ানো এবং আরও বেশি গভীর-সমুদ্র মিশনে সহায়তা করা।

ন্যাশনাল ডিপ সি বেস ম্যানেজমেন্ট সেন্টারের মতে, আপগ্রেডটি এর প্রোপালশন সিস্টেম এবং ব্যাটারি প্যাকের মতো উপাদানগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে।

Exit mobile version