Site icon আজকের কাগজ

দক্ষিণ চীন সাগরে চীনা নৌবাহিনীর মহড়া

দক্ষিণ চীন সাগরে যুদ্ধ সহায়তা মহড়া পরিচালনা করেছে চীনের নৌবাহিনী। চীনের পূর্ণ সরবরাহ জাহাজ ছাকানহু এবং ছিংহাইহু অংশগ্রহণ করে এই মহড়ায়।

এবারের মহড়ার লক্ষ্য ছিল, যেকোনও প্রতিকূল আবহাওয়ায় লড়াই করার সক্ষমতা বৃদ্ধি করা।

ছাকানহু জাহাজের সেনা কর্মকর্তা ছন চুওশু বলেন, এবারের মহড়াগুলো বাস্তব যুদ্ধের পরিস্থিতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়েছে, এখানে উভয় পক্ষই মহড়ার পরিকল্পনা সম্পর্কে জানতো না। নৌবাহিনীর কর্মকর্তারা এবং সেনারা প্রতিকূল আবহাওয়া অতিক্রম করে, সাগর অঞ্চলের শর্ত এবং লক্ষ্য বৈশিষ্ট্যগুলো সম্পূর্ণভাবে বিবেচনায় নিয়ে সঠিক ফায়ারিংয়ের সুযোগটি নিয়েছিল।

এবারের মহড়া কমান্ডারদের যুদ্ধ ক্ষেত্রের পরিস্থিতি মূল্যায়নের দক্ষতা কার্যকরভাবে উন্নত করেছে, যুদ্ধজাহাজের লাইভ-ফায়ার শুটিং ক্ষমতা এবং যন্ত্রপাতির পারফরম্যান্স পূর্ণাঙ্গভাবে পরীক্ষা করেছে।

সাগরে লাইভ ফায়ার যুদ্ধের পাশাপাশি, যৌথ অনুসন্ধান ও উদ্ধার কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল।

তথ্য সূত্র: সিএমজি বাংলা

Exit mobile version