Site icon আজকের কাগজ

খুলনার রূপসায় দেড় কেজি গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেপ্তার

খুলনার রূপসায় দেড় কেজি গাঁজাসহ ২ বিক্রেতা গ্রেপ্তার


এম এন আলী শিপলু, খুলনা : খুলনা জেলার রূপসা থানাধীন বাসস্ট্যান্ড ক্যাম্প পুলিশ ১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার (২১ মে) দিনগত রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে রূপসা থানাধীন নৈহাটি ইউনিয়নের বাগমারা গ্রাম এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বেল্লাল শেখের ছেলে মোঃ হালিম শেখ (৪০) ও মৃত ওহাব হাওলাদারের মেয়ে ডলি আক্তার (৩৭)। গ্রেপ্তারের সময় তাদের হেফাজত হতে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মোঃ হালিম শেখ ও ডলি আক্তার পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।

এ ঘটনায় রূপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

Exit mobile version