Site icon আজকের কাগজ

খুলনায় মহিলা আ’লীগ নেত্রী লিভানা গ্রেপ্তার

গ্রেপ্তার - খুলনা

খুলনা প্রতিনিধিখুলনা মহানগর মহিলা লীগের সহ-সভাপতি লিভানা পারভীনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রবিবার (১১ মে) দুপুরে নগরীর পূর্ব বানিয়াখামার বিকে মেইন রোডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। লিভানা পারভীন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন। নিয়ম লংঘন করে নিজ, জামাইসহ একাধিক স্বজনের নামে ওএমএস ও টিসিবির ডিলারশিপ গ্রহণসহ বিভিন্ন অনৈতিক সুবিধা আদায় করায় আওয়ামী লীগের নেতাকর্মীরাও তার ওপর ক্ষুব্ধ ছিলেন।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ওসি তৈমুর ইসলাম জানান, গতবছর ১৬ জানুয়ারি নগরীর রয়েল মোড়ে ‘ফ্যাশান জোন বাই লিন্ডা’ নামের দোকানে চাঁদার দাবিতে ভাংচুর ও লুটপাট চালানো হয়। এই মামলায় লিভানা পারভীনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version