Site icon আজকের কাগজ

শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে ভারতের ব্যালিস্টিক মিসাইল হামলা: পাকিস্তানের অভিযোগ

শিখ সম্প্রদায়কে লক্ষ্য করে ভারতের ব্যালিস্টিক মিসাইল হামলা

পাকিস্তানের ডিজিএফআই-এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করেছেন, শুক্রবার মধ্যরাতে ভারত ছয়টি ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে, যা তাদের নিজ রাজ্য পাঞ্জাবে আঘাত হেনেছে। তার অভিযোগ, ভারত ইচ্ছাকৃতভাবে শিখ সম্প্রদায়কে লক্ষ্য করেই এই মিসাইলগুলো ছুঁড়েছে।

শুক্রবার মধ্যরাতে এই অভিযোগের পর এখনো পর্যন্ত ভারতের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। এর আগে, মঙ্গলবার পাকিস্তান অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন স্থানে মিসাইল ছোড়ে ভারত। সেই হামলার পরপরই প্রথম সংবাদটি প্রকাশ করেন পাকিস্তানের ডিজিএফআই প্রধান। পরে ভারত মিসাইল ছোড়ার বিষয়টি স্বীকারও করে।

আহমেদ শরীফ চৌধুরী আরও জানান, ভারত পাঞ্জাবের ঝালান্দার বিভাগের অদমপুর এলাকা থেকে ব্যালিস্টিক মিসাইলগুলো ছোড়ে। এর মধ্যে একটি মিসাইল অদমপুরে এবং বাকি পাঁচটি অমৃতসরে আঘাত হানে। তার অভিযোগ, ভারত পরিকল্পিতভাবে শিখ সম্প্রদায়ের ওপর এই হামলা চালিয়েছে।

তিনি বলেন, ‘ভারত পরিকল্পনা অনুযায়ী শিখ সম্প্রদায়ের ওপর হামলা চালাচ্ছে। সংখ্যালঘুদের প্রতি আমাদের সহমর্মিতা রয়েছে। তারা ভারতের অভ্যন্তরীণ ষড়যন্ত্রের শিকার হচ্ছে।’

আহমেদ শরীফ চৌধুরী এটিকে ‘উসকানিমূলক কাজ’ উল্লেখ করে বলেন, ‘ভারত এখন নিজ দেশের জনগণের ওপর ব্যালিস্টিক মিসাইল ছোড়া শুরু করেছে, যা অবাক করার মতো ঘটনা।’

এর আগে, অমৃতসরে গভীর রাতে সতর্কতা সাইরেন বেজে ওঠে। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্ল্যাকআউট নিশ্চিত করার অনুরোধ জানানো হয়।

সূত্র: দ্য ডন, রয়টার্স।

Exit mobile version