নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় দোতলা বাড়ির টিনের চালা উড়ে গেছে।তবে এ বিস্ফোরণে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ৮মে বৃহস্পতিবার উপজেলার রসুলপুর ইউনিয়নের চৌরা সমাসপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।জানা গেছে, চৌরা সমাসপুর এলাকায় মৃত নাসির উদ্দীনের মাটির বাড়ির দোতলায় ওইদিন রাত সাড়ে ১০ টার দিকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ককটেল বিস্ফোরণের পর থেকে ওই বাড়ীর মালিক নাসিরের বৃদ্ধা স্ত্রী লায়লা বেগম আত্মগোপনে রয়েছেন। স্থানীয়রা জানান, বিকট শব্দে ৪-৫ টি ককটেল বস্তুর বিস্ফোরণ ঘটলে প্রতিবেশী লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়।এ বিস্ফোরণে ওই দোতলা কাঁচা বাড়ির টিনের চালা উড়ে যায়। ওই বাড়িতে কিভাবে ককটেল এসেছে এ নিয়ে স্থানীয়দের মধ্যে ধূম্রজাল তৈরি হয়েছে।স্থানীয়দের ধারণা সম্প্রতি এ বাড়িতে বেশ কয়েকজন ধান কাটা শ্রমিক ছিল। তাদের মধ্যে কেউ ককটেল সদৃশ্য বস্তু গুলো এনে এলাকায় কোন নাশকতার পরিকল্পনা করে ছিল।ঘটনার পর মান্দা ও নিয়ামতপুর সার্কেলের সার্কেল অফিসার জাকির হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ককটেল বিস্ফোরণের ৩০-৪০ জন অজ্ঞাতনামা আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে।
নওগাঁয় ককটেল বিস্ফোরণ প্রায় অর্ধশত অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামী করে মামলা
