Site icon আজকের কাগজ

পাকিস্তানের দাবি: ৭৭টি ভারতীয় ড্রোন ভূপাতিত

ভারতের ৭৭টি ড্রোন ভূপাতিত

ইসলামাবাদ: পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ড্রোনের হামলার জবাবে এখন পর্যন্ত ৭৭টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। শুক্রবার পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের পক্ষ থেকে পাকিস্তানের অভ্যন্তরে ড্রোন হামলার পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব হিসেবে এসব ড্রোন ভূপাতিত করা হয়েছে। গত ৮ মে সন্ধ্যা পর্যন্ত পাকিস্তান মোট ২৯টি ভারতীয় ড্রোন ধ্বংস করে। এর পরের রাত থেকেই আরও ৪৮টি ড্রোন ভূপাতিত করার দাবি জানানো হয়।

পাকিস্তান সরকারের এক মুখপাত্র জানিয়েছেন, ভারতের হামলার যথাযথ জবাব দিতে সামরিক বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। সীমান্ত নিরাপত্তা রক্ষায় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। তবে দুই দেশের সীমান্তে উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।

Exit mobile version