Site icon আজকের কাগজ

তাহিরপুরের বন্ধ যাদুকাটা নদীতে বালু উত্তোলনের সুযোগ দিতে হাজারো শ্রমিকের মানববন্ধন

তাহিরপুরের বন্ধ যাদুকাটা নদীতে বালু উত্তোলনের সুযোগ দিতে হাজারো শ্রমিকের মানববন্ধন

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর সুনামগঞ্জ : সুনামগঞ্জের সীমান্তবর্তী তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় নদী পাড়ের লাখো কর্মহীন শ্রমিকরা দ্রত নদীটি খুলে দেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার দুপুরে যাদুকাটা নদীর দুই পাড়ের খেটে খাওয়া শ্রমিকদের আয়োজনে নদীপাড়ে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এতে বক্তব্য রাখেন ব্যাবসায়ী বিল্লাল হোসেন,মো: সাবু মিয়া, রমজান মিয়া,  ডা. জামাল উদ্দিন, শ্রমিক মো: লাল মিয়া, ফজর আলী প্রমুখ।


বক্তারা বলেন, যাদুকাটা নদীতে বালু উত্তোলন বন্ধ থাকায় নদীর দুই পাড়ের বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার শ্রমিক  মানবেতর জীবনযাপন করছে। তাদের কোন বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় স্ত্রী সন্তান নিয়ে বিপাকে রয়েছেন তারা। অভাব-অনটনের কারনে এলাকায় চুরি-ডাকাতির ঘটনা বাড়ছে। তাই দ্রততম সময়ের মধ্যে যাদুকাটা নদী খোলে দেওয়ার জন্য সরকার ও প্রশাসনের নিকট দাবী জানান।

Exit mobile version