চীনের টেলিকম জগতে চলছে নতুন বিপ্লব—৫জি অ্যাডভান্সড বা ৫জি-এ। এ প্রযুক্তি এখন দ্রুত ছড়িয়ে পড়ছে শহর থেকে শিল্পাঞ্চল, চিকিৎসা থেকে গেমিং পর্যন্ত। অনেকে এ প্রযুক্তিকে ৫.৫ জি-ও বলছেন, কারণ এটি ৫জির শুরুর দিককার চেয়ে অনেক উন্নত এবং ৬জির পথে বড় পদক্ষেপ।
এই নতুন প্রজন্মের ইন্টারনেট আগের ৫জির চেয়ে ১০ গুণ দ্রুত। এতে ল্যাটেন্সির পরিমাণ মিলিসেকেন্ড। ফলে হলোগ্রাফিক ভিডিও কল, থ্রিডি গেমিং, এমনকি রিমোট সার্জারিও হবে তাৎক্ষণিক।
চীনের ৩১টি প্রদেশে পরীক্ষামূলকভাবে চলছে ৫জি-এ। চায়না মোবাইল ঘোষণা করেছে, ২০২৫ সালের মধ্যে ৩০০টির বেশি শহরে এটি চালু হবে। শুধু বেইজিংয়েই বসানো হয়েছে ৭,০০০টির বেশি ৫জি-এ বেজ স্টেশন।
সূত্র: সিএমজি