ইসলামাবাদ, পাকিস্তান: ভারত-শাসিত ও পাকিস্তান-শাসিত কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখায় ভয়াবহ সংঘর্ষে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার পাকিস্তানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে এই তথ্য জানান। আল-জাজিরার এক প্রতিবেদনে এ খবর প্রকাশিত হয়েছে।
তিনি বলেন, “নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর হাতে ৪০ থেকে ৫০ জন ভারতীয় সেনা নিহত হয়েছে।” তবে ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।