Site icon আজকের কাগজ

খুলনায় স্বামীর মারের আঘাতে স্ত্রীর মৃত্যুর অভিযোগ, স্বামী গ্রেপ্তার

চিরিরবন্দরে গলায় ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর আত্মহত্যা


এম এন আলী শিপলু, খুলনা :খুলনার হরিণটানা থানা এলাকায় পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে জান্নাতি আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্বামী আবু সালে টেপু (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত টেপু মহানগরীর হরিণটানা থানার জয়খালি ঘোলা এলাকার বাসিন্দা আবু সালে টেপু।

জানা গেছে, গত ২ মে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে পারিবারিক কলহের জেরে একপর্যায়ে আবু সালে টেপু স্ত্রী জান্নাতি আক্তারকে শারীরিকভাবে নির্যাতন করেন। পরবর্তীতে অসুস্থ অবস্থায় তাকে রাত সাড়ে ১১টার দিকে সোনাডাঙ্গা থানার বাসস্ট্যান্ড সংলগ্ন খুলনা হেলথ কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (৭ মে) ভোর ৫টায় জান্নাতি আক্তার মারা যান। মৃতদেহ বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেও স্বামী আবু সালে টেপু তাকে মারধর করেছিলেন।

এ ঘটনায় হরিণটানা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

FacebookMastodonEmailShare
Exit mobile version