ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটিকে ১-০ গোলে হারিয়ে শিরোপার কাছাকাছি পৌঁছে গেল লিভারপুল। ম্যাচের ৭৬ মিনিটের সময় আলেকজান্ডার আরনোল্ডের দেওয়া একমাত্র গোলে লেস্টার সিটিকে তাদের ঘরের মাঠে ০-১ পরাজিত করে। এই জয়ে ৩৩ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সোনালের চেয়ে এই মুহূর্তে ১৩ পয়েন্টে এগিয়ে রয়েছে লিভারপুল। পরবর্তী ম্যাচে লিভারপুল জিতলে অথবা আর্সেনাল তাদের ম্যাচে হারলে লিভারপুল চ্যাম্পিয়ন হয়ে যাবে। আজকের হারে লেস্টার সিটির অবনমন নিশ্চিত হয়ে গেল। সাউদাম্পটন এফসি পর দ্বিতীয় দল হিসেবে অবনমন হলো লেস্টার সিটির।এদিকে নিজেদের ম্যাচে বড় জয় পেয়েছে আর্সেনাল। এই জয়ে তাদের দ্বিতীয় স্থান আরো সুসংহত হলো। ইপসুউইচ টাউনকে তাদের ঘরের মাঠে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। ইপসুউইচ টাউনের অবনমন অনেকটাই নিশ্চিত হয়ে গেল আজকের পরাজয়ের মাধ্যমে। দিনের অন্যান্য ম্যাচে, শেষ মুহূর্তের নাটকীয়তায় চেলসি ২-১ গোলে জিতলেও হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেড এই মৌসুমে এই নিয়ে ১৫তম ম্যাচ পরাজয়ের স্বাদ গ্রহণ করল। যা তাদের ক্লাব ফুটবল ইতিহাসে সর্বোচ্চ।
গতকালকের ম্যাচে অ্যাস্টন ভিলা এবং ম্যানচেস্টার সিটি নিজ নিজ খেলায় জয় পেয়ে চ্যাম্পিয়ন্স লিগের খেলার লড়াই আরো জমিয়ে দিয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আগামী মৌসুমে পাঁচটি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করবে। এই সংখ্যা ছয়ও হতে পারে, যদি টটেনহ্যাম অথবা ম্যানচেস্টার ইউনাইটেড ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়। লিভারপুল এবং আর্সেনালের আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত, এছাড়া চ্যাম্পিয়ন্স লিগ খেলার লড়াইয়ে রয়েছে নটিংহাম ফরেস্ট-নিউক্যাসেল ইউনাইটেড-ম্যানচেস্টার সিটি-চেলসি এবং অ্যাস্টন ভিলা।