বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক লা-লিগার ঠাসা সূচিতে হতাশ এবং বিরক্ত।
এর আগে তিন দিনের মধ্যে দুটি ম্যাচ খেলতে আপত্তি জানিয়েছিল রিয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তি। আগামী ১৫ দিনের মধ্যে বার্সেলোনাকে ৫টি ম্যাচ খেলতে হবে।যার মধ্যে কোপা ডেলরে’র ফাইনালে রিয়াল মাদ্রিদের সাথে এবং চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের মতো দলের সাথে খেলতে হবে। শেষ দশদিনের বার্সেলোনাকে খেলতে হবে ৪টি ম্যাচ। তারমানে তারা একটি ম্যাচের পর ৭২ ঘন্টা বিশ্রামের সময়ও পাবে না। আন্তর্জাতিক অথবা ক্লাব ফুটবলে কমপক্ষে ৭২ ঘন্টা বিরতি দেওয়া হয় একটি ম্যাচ থেকে আরেকটি ম্যাচ খেলার আগে। কিন্তু লা-লিগা কোনো নিয়ম মানছে না বলে মনে করছেন বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।ফ্লিক বললেন অন্য দেশে লিগ কর্তৃপক্ষ তাদের দল গুলোর যত্ন নেয়। বিশেষ করে যে দলগুলো চ্যাম্পিয়নস লিগ খেলে সেই দলগুলোকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হয়। কিন্তু লা-লিগা কর্তৃপক্ষ তাদের দলগুলোর সাথে সৎ ভাই এর মতো আচরণ করছে। এটা অবিশ্বাস্য, আমরা পর্যাপ্ত বিশ্রামের সময় পাচ্ছি না।
তিনি আরো বলেন,আমি অজুহাত তৈরি করতে বা অভিযোগ করতে চাই না। তবে আমি খুশি যে আমাদের রবিবার দুপুর ২ টা খেলতে হচ্ছে না। আমাকে একটি কারণ দেখান। আমার কাছে এটা স্রেফ একটা রসিকতা এবং এটি স্প্যানিশ ফুটবলকে প্রভাবিত করে।
২০ তারিখ দিবাগত রাত থেকে বার্সার পরিক্ষা শুরু সেল্টা ভিগোর সাথে ম্যাচ দিয়ে। এরপর তারা যথাক্রমে খেলবে মায়োর্কার বিপক্ষে ২৪শে এপ্রিল, রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২৭শে এপ্রিল, ইন্টার মিলানের বিপক্ষে ১ই মার্চ, এবং রিয়াল ভায়োদোলিদের বিপক্ষে ৪ই মার্চ।