Site icon আজকের কাগজ

সাত মিনিটের ঝড়ে সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেড

ফুটবল আপনাকে হাসাবে, ফুটবল আপনাকে কাঁদাবে, মাঝে মাঝে ফুটবল আপনাকে নতুন করে বাঁচাবে।
এক ঐতিহাসিক রাতের সাক্ষী হলো ফুটবলপ্রেমীরা।
ইউরোপা লীগের কোয়াটার ফাইনালের দ্বিতীয় লেগে অবিশ্বাস্য এক রাত দর্শকদেরকে উপহার দিল ম্যানচেস্টার ইউনাইটেড এবং অলিম্পিক লিও।

সাত মিনিটের এক ঝড়ে অলিম্পিক লিওকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ম্যানচেস্টার ইউনাইটেড।
দুইদলের প্রথম লেগ শেষ মুহূর্তের নাটকীয়তায় দুই দুই গোলে ড্র হওয়ার পর,‌ সবার নজর ছিল দ্বিতীয় লেগের দিকে।
দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের ঘরের মাঠ ওল্ডট্র্যাফোর্ডে। খেলা শুরু হওয়ার পর থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে খেলা জমে উঠে।
তুলনামূলকভাবে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে অলিম্পিক লিও বেশি আক্রমণ করছিল।
কিন্তু অনেকটা ধারার বিপরীতে গিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুই গোল করে ২-০ গোলে এগিয়ে যায়।
ম্যাচের ১০ মিনিটের সময় আর্জেন্টাইন উইঙ্গার গার্নাচোর বাড়ানো বল থেকে গোল করেন উরুগুয়ের ডিফেন্সিভ মিডফিল্ডার উগারতে।
ম্যাচের ৪৫ মিনিটের সময় দলকে ২-০ গোলে এগিয়ে পর্তুগিজ রাইট ব্যাক দিয়াগো দালোত।
প্রথমার্ধ ২-০ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড, তখন মনে হচ্ছিল সহজে জয় পেতে যাচ্ছে ইউনাইটেড।
কিন্তু নাটক তখনও বাকি।
ম্যাচের ৭১ মিনিটের সময় প্রথম গোল করে অলিম্পিক লিওর তলিসসো।৭৭ মিনিটের সময় আর্জেন্টাইন লেফট ব্যাক তেগলেফিকো গোল করে অলিম্পিক লিওকে ম্যাচে সমতায় ফেরায়।
ম্যাচের ৮৯ মিনিটে অলিম্পিক লিওর তলিসসো ইউনাইটেডের একজন খেলোয়াড়কে অবৈধভাবে বাধা দিয়ে লাল কার্ড দেখে।
তখন ১০ জনের দল হয়ে পড়ে অলিম্পিক লিও।
নির্ধারিত ৯০ মিনিটে দু দল আর গোল করতে না পারলে ২-২ গোলের ড্র নিয়ে খেলা শেষ হয়।
তখন খেলা গড়ায় অতিরিক্ত সময় ৩০ মিনিটে।
অতিরিক্ত সময়ের শুরুতেই ১০ জনের দল হয়ে পরা অলিম্পিক লিও পরপর দুই গোল করে ৪-২ গোলে এগিয়ে যায়।
তখন মনে হচ্ছিল ট্রফি বিহীন মৌসুম শেষ করার পথে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।
খেলার ১১৪ মিনিটের সময় পেনাল্টি পায় ম্যানচেস্টার ইউনাইটেড, পেনাল্টি থেকে গোল করেন দলীয় অধিনায়ক ব্রুনো ফার্নান্দেজ ।
এরপর এই ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ লেফট উইঙ্গার মাইনো ১২০ মিনিটের সময় গোল করে দলকে ৪-৪ গোলের সমতায় নিয়ে আসে।
তখনো নাটকীয়তার শেষ হয়নি, কিছুক্ষণের মধ্যেই হ্যারি মেগুয়ার গোল করে ম্যানচেস্টার ইউনাইটেডকে পাঁচ চার গোলে লিড এনে দে।
তখন ম্যাচের সময় ১২১ মিনিট।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ যখন ফার্গুসন ছিলেন তখন দেখা যেত অতিরিক্ত সময়ে অনেক ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড গোল করে ম্যাচ বের করে নিয়ে আসতো। যেটাকে মানুষ ফার্গী টাইম বলতো।
গতকাল অনেক বছর পর ম্যানচেস্টার ইউনাইটেডের দর্শকরা ফার্গী টাইম দেখল। গ্যালারিতে বসে এই জয়ের সাক্ষী হলেন স্যার অ্যালেক্স ফার্গুসন নিজে।

এদিকে গোল খেয়ে অনেক চেষ্টা করেও অলিম্পিক লিও আর ম্যাচে ফিরতে পারেনি, ৫-৪ গোলের জয় নিয়ে সেমিফাইনালে পৌঁছে যায় ম্যানচেস্টার ইউনাইটেড।

সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো বিলবাও।

উল্লেখ্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় ম্যানচেস্টার ইউনাইটেড একমাত্র অপরাজিত দল এখন পর্যন্ত।

Exit mobile version