Site icon আজকের কাগজ

কাবুলে নিরাপত্তা ও সীমান্ত ইস্যুতে পাক-আফগান বৈঠক শুরু

পাকিস্তান ও আফগানিস্তান নিরাপত্তা ও সীমান্ত বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনায় বসেছে। বুধবার কাবুলে শুরু হয়েছে দুই দেশের যৌথ সমন্বয় কমিটির (JCC) সপ্তম বৈঠক, জানিয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেওয়ার পর থেকে দুই দেশের সম্পর্কে উত্তেজনা বাড়ছে। সীমান্তে গোলাগুলি, আফগান শরণার্থীদের ফেরত পাঠানো এবং পাকিস্তানে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা—এসব ইস্যু এই বৈঠকের প্রেক্ষাপট তৈরি করেছে।

Pakistan’s Special Representative for Afghanistan Ambassador Mohammad Sadiq is greeted by Afghan officials on his arrival in Kabul

পাকিস্তান দাবি করছে, এসব সশস্ত্র গোষ্ঠী আফগান ভূখণ্ড ব্যবহার করছে, যদিও আফগান কর্মকর্তারা এ অভিযোগ অস্বীকার করেছেন।

পাকিস্তানের পক্ষ থেকে বিশেষ প্রতিনিধি মোহাম্মদ সাদিক নেতৃত্ব দিচ্ছেন, যিনি সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দলের সঙ্গে বুধবার সকালে কাবুলে পৌঁছান। অপরদিকে, আফগানিস্তানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ও জ্যেষ্ঠ তালেবান নেতা মোল্লা আবদুল কাইয়ুম জাকির বৈঠকে আফগান পক্ষের নেতৃত্ব দিচ্ছেন।

পাকিস্তানের প্রতিনিধি সাদিক এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন, “দীর্ঘদিন পর JCC বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।”

২০২৪ সালের জানুয়ারিতে ইসলামাবাদে সর্বশেষ JCC বৈঠক হয়েছিল।

আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, উভয় পক্ষ ডিউরান্ড সীমান্ত ঘিরে সম্ভাব্য বিরোধ মীমাংসা এবং সীমান্তবর্তী জনগণের জন্য সুবিধা তৈরির বিষয়েও আলোচনা করবে।

গত মাসে টোরখাম সীমান্ত পোস্ট নিয়ে উত্তেজনা দেখা দিলে দুই দেশের বাহিনী গুলিবিনিময় করে। পরে একটি পাক-আফগান জিরগা গঠিত হয় এবং ১৯ মার্চ ২৭ দিনের বন্ধ থাকার পর টোরখাম সীমান্ত আবার খুলে দেওয়া হয়।

জিরগা প্রধান সৈয়দ জাওয়াদ হোসেন কাজমি বলেন, JCC-তে জিরগার সিদ্ধান্ত, বিশেষ করে ১৫ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতি—এই বিষয়গুলো আলোচনায় থাকবে। তিনি আরও জানান, উভয় দেশই সীমান্তে বিতর্কিত চেকপোস্ট নির্মাণ বন্ধে একমত হয়েছে।

পাকিস্তানি কর্মকর্তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP) এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীকে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রধান বাধা হিসেবে দেখছেন। এছাড়া, জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের পেছনে আফগান যোগসূত্র রয়েছে বলেও সম্প্রতি দাবি করেছে পাকিস্তান।

অন্যদিকে, আফগান তালেবান দাবি করছে, আইএসকেপি (দায়েশ)-এর জঙ্গিরা পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া থেকে আফগানিস্তানে প্রবেশ করছে। তবে পাকিস্তান এই দাবি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।

পাক-আফগান বাণিজ্য বৈঠক

এদিকে, আফগান শিল্প ও বাণিজ্য মন্ত্রী নূর উদ্দিন আজিজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ পাকিস্তান সফরে আসছেন বলে জানিয়েছেন আফগান বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল সালাম জওয়াদ।

দুই দেশের বাণিজ্যমন্ত্রীরা বাণিজ্য সুবিধা বৃদ্ধি, কিছু পণ্যে শুল্ক হ্রাস, ট্রানজিট চুক্তি হালনাগাদ এবং সীমান্তে ব্যবসায়ীদের জন্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করবেন।

Exit mobile version