এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক: যুদ্ধের উন্মত্ততা যুক্তরাষ্ট্রকে আবার মহান করবে না, বরং এটি আমেরিকান জনগণ ও বিশ্বের ওপর কেবল দুর্যোগই ডেকে আনবে—বুধবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চাং শিয়াওকাং।
২০২৬ অর্থবছরের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট ১ ট্রিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যেতে পারে—এমন খবরে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, এই বিশাল বাজেট আবারও প্রমাণ করছে যুক্তরাষ্ট্র অস্ত্রের ওপর ভরসা করে এবং তার আগ্রাসী মানসিকতা আছে।
চাং বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন ভয়াবহ ঋণে ডুবে আছে, তবু অন্য দেশের সম্পদ লুটপাট করে সেই অর্থ অস্ত্র তৈরিতে ঢালছে। আমরা আশা করি, যুক্তরাষ্ট্র শিগগিরই এই আধিপত্য বিস্তারের মোহ কাটিয়ে উঠবে এবং বুঝবে যে যুদ্ধের উন্মাদনায় নয়, বরং শান্তিপূর্ণ পথে এগোলেই সত্যিকারে মহান হওয়া সম্ভব।’