Site icon আজকের কাগজ

ফেনী সোনালী অতীত ক্লাবকে শুভেচ্ছা উপহার দিল জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতি ফেনী

ফেনী জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতি বাংলাদেশ যুব উন্নয়নের অধিদপ্তরের নিবন্ধিত একটি সংগঠন, অতীতে এই সংগঠন সব সময় তৃণমূলের খেলোয়াড়-সংগঠক এবং ক্লাব গুলোর পাশে থাকার চেষ্টা করেছে, কিছুদিন আগেও তারা ফেনী জেলা দলের ইনজুরি আক্রান্ত ফুটবল খেলোয়াড় রাকিবকে আর্থিক অনুদান প্রদান করে পুরো ফেনী জেলায় প্রশংসিত হয়, তারই ধারাবাহিকতায়‌ এবার তারা সোনালী অতীত ফুটবল ক্লাবকে টি-শার্ট প্রদান করলো।

ফেনী সোনালী অতীত ফুটবল ক্লাব বনাম পোর্ট কলোনি কলতান সংঘ এর মাঝে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে পহেলা বৈশাখ ১৪ই এপ্রিল বিকাল চারটায়, স্থান বন্দর স্টেডিয়াম চট্টগ্রাম।

এই প্রীতি ফুটবল ম্যাচ উপলক্ষে ফেনী সোনালী অতীত ফুটবল ক্লাব কে এক সেট টি-শার্ট উপহার দিল ফেনী জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতি।

টি শার্ট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন হেলাল, সহ-সভাপতি মোঃ মিনার, সাধারণ সম্পাদক আশরাফুল আনোয়ার শিমুল, কোষাধ্যক্ষ মোঃ শাহজাদা এবং ফেনী জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতির সভাপতি আবু সুফিয়ান জাহিদ সাধারণ সম্পাদক মশিউর রহমান মনি, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সহ আরো অনেকে।

একটি উৎসবমুখর পরিবেশে এই টি-শার্ট প্রদান করা হয় টি শার্ট প্রদান অনুষ্ঠানে সোনালী অতীত ক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন হেলাল বলেন,ফেনী জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতি সব সময় ফুটবল প্লেয়ারদের পাশে থাকে, সেটা হোক সিনিয়র প্লেয়ার ও জুনিয়র প্লেয়ার অথবা অসহায় রোগাক্রান্ত প্লেয়ার, তাদের এই ভালো কাজকে আমরা সাধুবাদ জানাই, তারা তাদের কাজের মাধ্যমে ফেনী জেলায় নিজেদের সুনাম অর্জিত করেছে।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আশরাফুল আনোয়ার শিমুল বলেন ফেনী জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতি আজ সোনালী অতীত ক্লাব কে টি শার্ট প্রদান করল এতে আমরা খুবই আনন্দিত,ভবিষ্যতে আমরাও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।

অনুষ্ঠানের ফেনী জেলা যুব উন্নয়ন সমিতির সভাপতি আবু সুফিয়ান জাহিদ বলেন, আমরা সব সময় ফুটবলারদের পাশে থাকার চেষ্টা করছি, সোনালী অতীত ক্লাবের প্লেয়াররা এই বয়সেও মাঠে ফুটবল খেলছেন এটা শুধুমাত্র ফুটবলের প্রতি তাদের ভালোবাসার প্রদর্শন, ভালোবাসার কারণেই তারা এখনো মাঠে নামতে পারছেন খেলতে পারছেন,আমরা এই ক্ষুদ্র উপহার তাদেরকে দিয়ে নিজেদেরকে ধন্য মনে করছি, আশা করছি অতীতের মতো ভবিষ্যতেও ফেনী জেলা যুব ফুটবল উন্নয়ন সমিতি ফেনী জেলার ফুটবলারদের পাশে থাকার চেষ্টা করবে, ধন্যবাদ সবাইকে।

Exit mobile version