Site icon আজকের কাগজ

রাজধানীতে ব্যবসায়ী হত্যা মামলায় স্বামী-স্ত্রীর যাবজ্জীবন কারাদণ্ড

Bangladesh Crime News অপরাধ সংবাদ

প্রায় এক দশক আগে রাজধানীতে কামরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে এক দম্পতিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ শেখ ছামিদুল ইসলাম এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—রোমানা আক্তার (২৮) এবং তাঁর স্বামী সোহেল রানা (৩০)। রায় ঘোষণার পর তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ। তিনি জানান, টাকাপয়সা নিয়ে বিরোধের জেরে ২০১৫ সালের ১২ সেপ্টেম্বর কামরুল ইসলামকে পরিকল্পিতভাবে পল্টন এলাকা থেকে সাভারে তাঁর বাসায় নিয়ে শ্বাসরোধে হত্যা করেন রোমানা ও তাঁর স্বামী সোহেল।

ওইদিন কামরুল সদরঘাটে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান থেকে বায়তুল মোকাররম মসজিদে মামার সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সেখান থেকে তাঁকে সাভারে নিয়ে যাওয়া হয়।

ঘটনার পর কামরুলের খালা রেহেনা পারভীন পল্টন থানায় একটি হত্যা মামলা করেন।

পিপি আরও জানান, রোমানার সঙ্গে কামরুল ইসলামের পূর্বপরিচয় ছিল এবং তাঁদের মধ্যে প্রেমের সম্পর্কও গড়ে ওঠে। বিভিন্ন সময়ে রোমানা কামরুলের কাছ থেকে আড়াই লাখ টাকা ধার নেন, যা তিনি ফেরত দেননি। এই অর্থিক বিরোধ থেকেই খুনের ঘটনা ঘটে।

এ মামলায় দুদক ২০১৭ সালের ৯ অক্টোবর রোমানা ও সোহেল রানার বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। পরে ২০১৮ সালের ৫ জুন তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

Exit mobile version