Site icon আজকের কাগজ

ইন্টার মিলনের কাছে বায়ার্ন মিউনিখ পরাজিত

শেষ ২২ ম্যাচ নিজেদের ঘরের মাঠে অপরাজিত বায়ার্ন মিউনিখ। তাদের মুখ থেকেই যেনো খাবার ছিনিয়ে আনলো সিমন ইনজাগিরের ইন্টার মিলান।

ইনজাগি আসার পর থেকেই ইন্টার আবারো ভালো করা শুরু করেছে চ্যাম্পিয়নস লীগে। শেষ কয়েকবছর তারা বেশ ভালোই করছে এখানে, তবে আজকের ম্যাচে বায়ার্নের কয়েকজন মেইন খেলোয়াড়ের ইঞ্জুরি ইন্টারের জয়টাকে সহজ করেছে।

ইন্টারের জয়ের সবচেয়ে বড় ভূমিকার কথা বলতে গেলে নাম আসে লাউতারো মার্টিনেজ ও ইয়ান সমারের। ম্যাচে লাউতারোর গোলটা একদম মনে ধরে থাকার মতোই, আপনি পায়ের বাইরের অংশের ঐ গোলটা বারবার দেখেও বিরক্ত হবেন না, প্রতিবারই গোলটা দেখে ভালো লাগবে আপনার।

এ সিজনে চ্যাম্পিয়নস লীগে লাউতারো মার্টিনেজ স্টার্ট করেছে ৬ টি ম্যাচে এবং চ্যাম্পিয়নস লীগে লাউতারোর গোল ৭ টা। লীগে একটু ফর্ম ডাউন গেলেও চ্যাম্পিয়নস লীগে এক ভিন্নরকম আশা জাগাচ্ছেন এল তোরো।

ম্যাচে ছয় ছয়টি সেভ ইয়ান সমারের। শেষ কয়েকবছর ইউরোপের আন্ডাররেটেড গোলকিপারদের তালিকা করলে সবচেয়ে প্রথমদিকে যে কয়েকটি নাম আসবে, তাদেরই একজন ইয়ান সমার।

ম্যাচের ৩৮ মিনিটের সময় লাউতারো মার্টিনেজ ইন্টারকে এগিয়ে নেওয়ার পর ৮৫ মিনিটে জার্মান আক্রমণ ভাগের খেলোয়াড় মুলার মিউনিখকে সমতায় ফিরায়, ম্যাচের ৮৮ মিনিটের সময় ইন্টার মিলানের হয়ে জয় সূচক গোলটি করেন ইতালিয়ান মিডফিল্ডার ফ্রাত্তেসি।

দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ইন্টার মিলানের ঘরের মাঠ সানসিরোতে ১৬ তারিখ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

Exit mobile version