Site icon আজকের কাগজ

আর্সেনালের কাছে রিয়াল মাদ্রিদ এর লজ্জার হার

চ্যাম্পিয়ন্স লিগের একতরফা ম্যাচে রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে পরাজিত করল আর্সেনাল, ম্যাচ শুরু হওয়ার পর থেকে একের পর এক আক্রমণ করতে থাকে আর্সেনাল, রিয়াল মাদ্রিদের গোলকিপার করতোয়া প্রথমার্ধে বেশ কয়েকবার রিয়েল মাদ্রিদকে বিপদ থেকে রক্ষা করেন, অন্যদিকে রিয়াল মাদ্রিদ ম্যাচের শুরু থেকে কাউন্টার অ্যাটাক নির্ভর ফুটবল খেলার কৌশল অবলম্বন করে, যেটাতে তারা শতভাগ ব্যর্থ হয়েছে, উপরে ভিনিসিয়াস এবং রড্রিগো বারবার প্রতিপক্ষের কাছে বল জমা দিতে থাকে, গোলশূন্য প্রথমার্ধ শেষ হওয়ার পর অবশেষে ৫৮ মিনিটে প্রথম গোলের খাতা খুলে ইংলিশ মিডফিল্ডার রাইস, ফ্রি-কিক থেকে আর্সেনালের হয়ে প্রথম গোলটি করেন রাইস, এটি চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে আর্সেনালের হয়ে প্রথম ফ্রি-কিক গোল, ৭০ মিনিটে দ্বিতীয় গোলটিও আসে রাইসের পা থেকে এবং সেটিও ছিল একটি দুর্দান্ত ফ্রি-কিক গোল, ৭৫ মিনিটে স্প্যানিশ মিডফিল্ডার মেরিনোর পা থেকে আসে ম্যাচের তৃতীয় গোল, এদিন আর্সেনাল এর কাছে রিয়েল মাদ্রিদের মধ্যমাঠ এবং ডিফেন্স লাইন ছিল একেবারেই অসহায়, পুরো ম্যাচে ছড়ি ঘুরিয়েছে আর্সেনাল,দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদ যদি অতি মানবীয় কিছু না করতে পারে তাহলে আর্সেনাল সেমিফাইনালে পৌঁছে যাবে, প্রথম লেগ শেষে আর্সোনাল সেমিফাইনালে এক পা দিয়েই রেখেছে বলা যায়, দ্বিতীয় লেগের ম্যাচটি অনুষ্ঠিত হবে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে ১৬ই মার্চ বাংলাদেশ সময় দিবাগত রাত একটায়।

Exit mobile version