Site icon আজকের কাগজ

এআই খাতের উন্নয়নে চীনের সহায়তা চায় বাংলাদেশ: ড. ইউনূস

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে অগ্রগতির অভিজ্ঞতা থেকে শিখতে চায় বাংলাদেশ— সম্প্রতি বেইজিংয়ে চায়না সেন্ট্রাল টেলিভিশন সিসিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

ড. ইউনূস বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অর্থনীতিকে পরবর্তী ধাপে নিয়ে যেতে চীনা প্রতিষ্ঠানগুলোকে বিনিয়োগের আহ্বান জানাতে আগ্রহী তিনি। বিশেষ করে দ্রুত বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার সুযোগ রয়েছে।

তিনি বলেন, বাংলাদেশ শিখতে চায় কীভাবে এই জগতে প্রবেশ করা যায়। এখনো দেশটি এই খাতে পুরোপুরি অন্তর্ভুক্ত হয়নি।

তিনি আরও বলেন, এআই ভবিষ্যতের নয়, বরং প্রতিদিনের বিষয় হয়ে দাঁড়াবে। তাই, যদি চীনা কোম্পানিগুলো আসে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে, তাহলে বাংলাদেশ তা দ্রুত শিখতে পারবে। ড. ইউনূস বলেন, এটি কীভাবে পরিচালনা করতে হয়, ডিজাইন করতে হয় এবং উন্নত করতে হয় তা শিখবে বাংলাদেশ। এতে চীনও লাভবান হবে, বাংলাদেশও হব।

প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, এ ধরনের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে দুই দেশই উপকৃত হবে এবং ভবিষ্যতে আরও সম্ভাবনার পথ প্রশস্ত হবে।

সূত্র: সিএমজি

Exit mobile version