Site icon আজকের কাগজ

চীনা পণ্যে শুল্ক নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে মামলা

চীনা পণ্যের ওপর ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত শুল্কের বিরুদ্ধে মামলা করেছে নিউ সিভিল লিবার্টিজ অ্যালায়েন্স।

স্থানীয় সময় বৃহস্পতিবার ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে করা মামলায় বলা হয়েছে, ট্রাম্প আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন ব্যবহার করে যেভাবে চীনের আমদানির ওপর ব্যাপকহারে শুল্ক বসিয়েছেন, তা তার আইনি ক্ষমতার বাইরে।

সংস্থার জ্যেষ্ঠ আইনজীবী অ্যান্ড্রু মরিস বলেন, ‘জরুরি ক্ষমতা দেখিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে সর্বব্যাপী শুল্ক আরোপ করেছেন, তা এই আইনে অনুমোদিত নয়। এতে করে তিনি কংগ্রেসের ট্যারিফ নির্ধারণের অধিকারকে পাশ কাটিয়ে দিয়েছেন এবং সংবিধানের ক্ষমতার ভারসাম্য নষ্ট করেছেন।’

মামলাটি করা হয়েছে ফ্লোরিডাভিত্তিক একটি হোম প্রোডাক্টস রিটেইলার কোম্পানি সিমপ্লিফায়েডের পক্ষে।

ট্রাম্প এর আগে চীনা পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন এবং বুধবার আরও ৩৪ শতাংশ বাড়িয়ে মোট শুল্ক দাঁড় করান ৫৪ শতাংশে।

মামলায় আদালতের কাছে অনুরোধ করা হয়েছে যাতে এই শুল্ক আরোপ কার্যকর না হয় এবং ট্রাম্পের পরিবর্তিত ট্যারিফ সিডিউল বাতিল করা হয়।

এ বিষয়ে হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

সূত্র: সিএমজি

Exit mobile version