Wednesday, March 12

বেইজিংয়ে বিশ্ব রোবট স্কিলস প্রতিযোগিতা উদ্বোধন করলো সিএমজি

চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) বৃহস্পতিবার বেইজিংয়ে বিশ্ব রোবট স্কিলস প্রতিযোগিতার উদ্বোধন করেছে। এই প্রতিযোগিতার প্রথম ইভেন্ট হিসেবে ‘রোবট ডগ অ্যাথলেটিক্স কম্পিটিশন’ চালু হয়, যেখানে হিউম্যানয়েড রোবটের বিভিন্ন ক্ষমতা তুলে ধরা হয় একটি বিশেষ প্রচার ভিডিওতে।

ভিডিওতে রোবটগুলোর গৃহস্থালির কাজ যেমন ইস্ত্রি করা, টয়লেট পরিষ্কার করা থেকে শুরু করে শিল্পখাতে প্যাকেজিং ও উৎপাদন কাজের মতো জটিল দায়িত্ব পালনের দৃশ্য তুলে ধরা হয়।

বিশ্বব্যাপী চীনের রোবটিক্স শিল্পের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরাই সিএমজির এ ধরনের প্রচারের লক্ষ্য।

প্রতিযোগিতাটি রোবট স্কিলস কনটেস্ট দিয়ে শুরু হয়। পরে ধারাবাহিকভাবে বিভিন্ন থিমভিত্তিক চ্যালেঞ্জ অনুষ্ঠিত হবে। এতে তিনটি মূল বিভাগ থাকবে – শারীরিক প্রতিযোগিতা, স্কিল চ্যালেঞ্জ এবং বুদ্ধিমান ইন্টারঅ্যাকশন।

প্রতিযোগিতার প্রথম ইভেন্টে চার পায়ের রোবটরা অ্যাথলেটিক প্রতিযোগিতায় অংশ নেয়, প্রতিকূল ভূখণ্ডে বাধা অতিক্রম করে, বক্সিং লড়াই করে এবং উদ্ধার অভিযানে অংশ নেয়।

সিএমজি-এর সায়েন্স অ্যান্ড ট্যুরিজম উদ্যোগের অংশ হিসেবে ‘সিএমজি রোবোটিক্স ইনোভেশন এক্সপেরিয়েন্স ক্যাম্প’ চালু হবে। পাশাপাশি বিভিন্ন মাল্টিমিডিয়া উপকরণের মাধ্যমে রোবট শিল্পের সম্ভাবনা তুলে ধরা হবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *