আজকের কাগজ

পাবনার হুরাসাগর নদী কি এবার উদ্ধার হবে?

পাবনার বেড়ার ত্রাস সাবেক ফ্যাসিবাদি সরকারের ফ্যাসিবাদি নেতা শামসুল হক টুকু ও তার ছেলে শাসমস তাদের এলাকার হুরাসাগর নদীর প্রায় অর্ধেক দখল করে বসিয়েছিলেন দোকানপাট ও একটা অহেতুক অর্ধসমাপ্ত পোর্ট। এ ছাড়া সেখানকার একটি বিদ্যুৎকেন্দ্রে আসা প্রতিটি তেলবাহী জাহাজ থেকেই বাপ-ব্যাটা মিলে তুলতেন চাঁদা। এখনও টুকু ও তার পরিবারের লোকদের পুরোপুরি উচ্ছেদ করা সম্ভব হয়নি এলাকা থেকে। তারা পলাতক হলেও রয়ে গেছে তাদের ফ্যাসিবাদি নিশানা। নদীর অর্ধেকেরও বেশি বালু ফেলে দখল করা হলেও এখন পর্যন্ত প্রশাসন ও ছাত্র-সমন্বয়করা সেটা উচ্ছেদ করতে পারেননি। এ বিষয়ে বেড়া পৌরসভার বর্তমান কয়েকজন সদস্য বলেছেন, দোকানপাট উচ্ছেদ করে দ্রুত নদী ফিরিয়ে আনতে হবে। তা না হলে নির্বাচিত সরকার এসে গেলে আবার দখলদারিত্ব শুরু হয়ে যাবে।

Exit mobile version