আজকের কাগজ

ট্রাম্প প্রস্তাবিত আমদানি শুল্ক চিপের দাম দ্বিগুণ করবে: মার্কিন বিশ্লেষক

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের তৈরি চিপের ওপর উচ্চ শুল্ক আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর বিশেষজ্ঞ ম্যালকম পেন।  তিনি বলেছেন, চিপ আমদানিতে উচ্চ শুল্ক আরোপের এ প্রস্তাব ভোক্তাপণ্যের দাম এবং শিল্পের মুনাফায় তাৎক্ষণিক প্রভাব ফেলবে।

২০২২ সালে স্বাক্ষরিত চিপস অ্যান্ড সায়েন্স অ্যাক্ট-এর সমালোচনা করেছেন ট্রাম্প এবং প্রণোদনার পরিবর্তে চিপ আমদানিতে উচ্চ শুল্ক আরোপের পক্ষে মত দিয়েছেন।

চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ককে দেওয়া সাক্ষাৎকারে পেন বলেন, চিপস অ্যাক্ট-এর লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপনে উৎসাহিত করা। তবে ট্রাম্প উচ্চ শুল্কের যে প্রস্তাব দিয়েছেন, সেটার প্রভাব দেখা যাবে তাৎক্ষণিকভাবে। পেনের মতে, এতে করে চিপের আমদানি খরচ বাড়বে এবং প্রভাব সরাসরি ভোক্তার ওপর পড়বে।

তিনি উল্লেখ করেন, ট্রাম্পের প্রস্তাবিত ২০০ শতাংশ শুল্ক আরোপ হলে চিপের দাম তিনগুণ বাড়বে। তখন সাধারণ গাড়ির উৎপাদনের খরচই বাড়বে ১০ থেকে ২০ শতাংশ। পেন আরও বলেন, গাড়ির উৎপাদন খরচে সেমিকন্ডাক্টরের ভূমিকা ১০-৩০ শতাংশ, যা বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে আরও বেশি।

সূত্র: সিএমজি

Exit mobile version