আজকের কাগজ

গাজীপুরের রাজেন্দ্রপুরের ত্রাস বিএনপির গাজীপুর জেলা যুবদল নেতা নজরুল ইসলাম

Bangladesh Crime News

গাজীপুর জেলা যুবদল নেতা নজরুল ইসলামের চাঁদার হাত থেকে রেহাই পাচ্ছেন না রাজেন্দ্রপুরের কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা গার্মেন্টস কারখানা। ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে তার সঙ্গে হাত মিলিয়েছেন মির্জাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব বদিউল আলম বাদল।
একাধিক সূ্ত্রে জানা গেছে এ খবর। ওয়ার্ড যুবদল সাধারণ সম্পাদক মির্জাপুর ইউনিয়ন, মোঃ রাশিদুল হকও সঙ্গে আছেন। এ তিনজনে রাজেন্দ্রপুরে কায়েম করে চলেছেন ত্রাস ও চাঁদার রাজত্ব। কদিন আগেও চাঁদা ও ঝুট ব্যবসা নিয়ে রাজেন্দ্রপুরের এন এ জেড গার্মেন্টসে ব্যাপক মহড়া চালান এ তিনজন। সঙ্গে ছিল সশস্ত্র ক্যাডার।
নানা উৎস থেকে চাঁদাবাজি করে এ পর্যন্ত নজরুল ইসলামের নামে বেনামে কয়েকশ কোটি টাকার সম্পদের হদিস পাওয়া গেছে। আছে পরিবহন ব্যবসাও। বিশেষ মহলে চাঁদা দিয়ে তিনি আছেন ধরা ছোঁয়ার বাইরে। তাকে নিয়ে আরও বিস্তারিত প্রতিবেদন আসছে অচিরেই। চোখ রাখুন আজকের কাগজে

Exit mobile version