Tuesday, September 16
Shadow

সাংবাদিক নাদিম হত্যা মামলার, প্রধান আসামি বাবু ইউপি চেয়ারম্যান পদে পুনর্বহাল

মোয়াজ্জেম হোসেন হিলারী, বকশীগঞ্জ : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যান পদে পুনর্বহাল করা হয়েছে। 

২৯ জুলাই (মঙ্গলবার) বিকেলে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ পরিচালক, স্থানীয় সরকার) এ কে এম. আব্দুল্লাহ-বিন-রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তার বরখাস্তের আদেশের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তবে হাইকোর্টের রায়টি ১৯ ফেব্রুয়ারি থেকে ০৬ মাসের জন্য কার্যকর হওয়ায় বাবু আর মাত্র ২০ দিনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

স্থগিতাদেশ প্রত্যাহারের প্রেক্ষিতে ২৮ জুলাই বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাসুদ রানার স্বাক্ষরিত এক অফিস আদেশে বাবুকে চেয়ারম্যান পদে পুনর্বহালের বিষয়টি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদকে জানানো হয়।

জানা গেছে, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০২৩ সালের ২০ জুন সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে তার পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করেছিল। ওই সময় তিনি হত্যা মামলার অভিযোগে কারাগারে ছিলেন। পরে জামিনে মুক্তি পেয়ে বরখাস্তের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেন। এর পরিপ্রেক্ষিতে আদালত তার বরখাস্তের আদেশে স্থগিতাদেশ দেন।

তথ্যসূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জে সন্ত্রাসী হামলার শিকার হন বাংলা নিউজ২৪-এর জামালপুর প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম। গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় তার স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় বাবুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

এদিকে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান পদে পুনর্বহাল হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারি মোসাদ্দেকুর রহমান তার ফেসবুক পোস্টে লিখেছেন আপনারা কি প্রয়াত সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে ভুলে গেছেন?

এতো এতো ইস্যু্র ভীড়ে আপনাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক কিন্তু আমরা অনেকেই তাকে ভুলিনি। তার সহকর্মীরাও হয়তো ভুলে গেছে, কিন্তু তার এতিম সন্তানরা ভুলতে পারে নাই।

গণঅভ্যুত্থান পরবর্তী সময়েও দেশের বিচার ব্যবস্থার যদি এই অবস্থা হয় তাহলে আমরা কার কাছে যাবো? কার কাছে বিচার দিবো?

শেষ খবর পাওয়া পর্যন্ত সাধুরপাড়া ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের ব্যানারে সাংবাদিক গোলাম রব্বানীর নাদিম হত্যা মামলার আসামি মাহমুদুল আলম বাবুর বিচারের দাবিতে আজও মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হচ্ছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *